ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দূর থেকে হরিণকে দেখে তার দিকে দৌড় দিয়েছিল দুই চিতাবাঘ। পাছে শিকার ফস্কে যায়, তাই হরিণের ঘাড় ধরে ঝুলে পড়ল একটি চিতাবাঘ। অন্য চিতাবাঘটি হরিণের পিছনে লাফিয়ে উঠে পড়ল। দুই শিকারির হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেও শেষ রক্ষা হল না হরিণটির। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘__কোয়েতুকিভুসাফারিস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলে সাফারি করতে বেরনো পর্যটকদের সামনে একটি হরিণ শিকার করছে দুই চিতাবাঘ। হরিণটির গলা সামনের দুই পা দিয়ে ধরে ঝুলে পড়েছে একটি চিতাবাঘ। শিকারের ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে সে। হরিণটি যেন পালাতে না পারে তাই তার পিঠের উপর লাফিয়ে উঠে পড়েছে অন্য চিতাবাঘটি। হরিণটি ছটফট করলেও দুই শিকারির হাত থেকে নিস্তার নেই তার।
এক চিতাবাঘ তাকে ধরে রেখেছে এবং অন্য চিতাবাঘটি কামড় বসিয়ে ঘাড় ধরে ঝুলে পড়েছে। পর্যটকেরা সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দিও করছিলেন। ঘটনাটি পূর্ব আফ্রিকার কোয়েতু কিভু সাফারি পার্কে ঘটেছে। ভিডিয়োটি দেখে মনখারাপ হয়েছে নেটাগরিকদের একাংশের। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুব কষ্টের। পর্যটকেরা কী ভাবে সামনে দাঁড়িয়ে দেখলেন তা বুঝতে পারছি না।’’