viral video

দুর্নীতির অভিযোগ, ক্ষোভে আধিকারিকের গায়ে তাড়া তাড়া নোট ছুড়ে প্রতিবাদ জনতার

ভিডিয়োয় দেখা গিয়েছে দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিক হাতজোড় করে তাঁর টেবিলে বসে রয়েছেন। বিক্ষোভকারীরা এসে তাঁর উদ্দেশে স্লোগান দিচ্ছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
Video of protesters throw bundle of currency note on govt officer went viral

ছবি: সংগৃহীত।

সরকারি আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল দীর্ঘ দিন ধরে। তাঁকে ‘উচিত শিক্ষা’ দিতে অভিনব প্রতিবাদের আয়োজন করল ক্ষুব্ধ জনতা। গুজরাতের সরকারি অফিসে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে স্লোগান দিতে দিতে ওই আধিকারিকের দিকে নোটের তাড়া ছুড়ে মারা হয়। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। সেখানে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে নোটের বান্ডিল নিয়ে এসে অফিসারের দিকে ছুড়ে মারেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিক হাতজোড় করে তাঁর টেবিলে বসে রয়েছেন। বিক্ষোভকারীরা এসে তাঁর উদ্দেশে স্লোগান দিচ্ছেন। আধিকারিকের সামনে ও গায়ে উড়ে আসছে তাড়া তাড়া ২০০, ৫০০ টাকার নোট। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাতাই করেনি আনন্দ বাজার অনলাইন।

Advertisement

‘কলম কি চোট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে সেই ভাইরাল ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। পোস্ট করার সময় তাতে লেখা হয়েছে “আরও নিন! আর কত অর্জিত টাকা ঘুষ খাবেন? জনসাধারণ একই ভাষায় জবাব দিল। এখন এই অফিসারদের সঙ্গে কি করা উচিত? তাঁরা চাকরি পেতে কত ঘুষ দিতেন? এখনও তারা নিশ্চয়ই তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘুষ দিচ্ছেন? সেটি অনুমান করাও জরুরি।’’

ভিডিয়োটি পোস্ট করার পর পাঁচ লক্ষ বার দেখা হয়েছে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “দুর্নীতির ক্যানসার এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে।’’ আরও এক জন মন্তব্য করেছেন, ‘‘আমাদের দেশে সর্বত্র দুর্নীতি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি কর্তৃপক্ষের জন্য এটি লজ্জার শামিল।’’

Advertisement
আরও পড়ুন