ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ছাদের উপর দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর! ভাবতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দারা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে একটি বাঁদর। আকাশে উড়তে থাকা একটি ঘুড়ির সুতো ধরে টানতে দেখা যাচ্ছে তাকে। বাঁদরের এ-হেন কাণ্ড দেখে আশপাশের বাড়ির ছাদ থেকে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন স্থানীয়েরা। কিন্তু কপি মহাশয় কোনও দিকেই ভ্রুক্ষেপ করেনি। নিজের মনে সু়তো ধরে টানতে থাকে সে। শেষমেশ ঘুড়িটিকে নীচে নামিয়ে আনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘ডেলিএমএসএস নিউজ়’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে রবিবার। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইকের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটি শুধুমাত্র ভারতেই সম্ভব।’’ অন্য এক জন ব্যবহারকারী বাঁদরের প্রতিভার প্রশংসা করেছেন এবং যোগ করেছেন, ‘‘বাঁদরেরা কী কী করতে সক্ষম তার কোনও ধারণা আপনাদের নেই।’’