Viral Video

আজব পরীক্ষা, চলন্ত ওয়াশিং মেশিনে পাথরের চাঁই পুরে দিলেন তরুণ! তার পর... ভিডিয়ো দেখে তাজ্জব নেটপাড়া

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এক্সওয়াইজ়েড_জ়েডওয়ান’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১২:২১
Video of man insert stone inside washing machine, here what happens next

ছবি: ইনস্টাগ্রাম।

ওয়াশিং মেশিনে কাপড়ের বদলে পাথরের চাঁই ভরে দিয়েছিলেন এক তরুণ। তবে পরীক্ষা-নিরীক্ষা করার তাঁর সেই ইচ্ছা পরিণত হল দুঃস্বপ্নে! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির দালানে একটি ওয়াশিং মেশিন রাখা রয়েছে। তার ঠিক সামনে বসে রয়েছেন এক তরুণ। পাশে একটি পাথরের চাঁই রাখা। এর পর ওই তরুণ ওয়াশিং মেশিনটি চালু করে পাথরের চাঁই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেন। সঙ্গে সঙ্গে আওয়াজ করে কাঁপতে থাকে মেশিনটি। কিছু ক্ষণ পরে ওয়াশিং মেশিনটি টুকরো টুকরো হয়ে যায়। ওয়াশিং মেশিনের মূল অংশটি বেরিয়ে এসে ঘুরতে শুরু করে নিজে নিজে। তার পরেও কাঁপুনি থামেনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এক্সওয়াইজ়েড_জ়েডওয়ান’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘‘এ কী ধরনের অসভ্যতা। বড়সড় কোনও বিপদ ঘটতে পারত। এখনকার দিনের ছেলেরা যা খুশি তা-ই করে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অর্থের অপচয়।’’

Advertisement
আরও পড়ুন