ছবি: এক্স থেকে নেওয়া।
সামনে বসে গোরিলা। ভয় না পেয়ে বিশালাকার সেই প্রাণীকে আঁজলা ভরে জল খাওয়ালেন এক যুবক। তার পর... কী প্রতিক্রিয়া জানাল গোরিলাটি? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ের ধারে থাকা বাঁধানো জায়গায় বসে রয়েছেন এক যুবক। তাঁর ঠিক সামনেই বসে এক বিশাল গরিলা। যুবকের দিকে তাকিয়ে ইঙ্গিত করছে সে। এর পর যুবক জলাশয় থেকে আঁজলা ভরে জল তুলে আনেন। জল খাওয়ান ওই গোরিলাকে। গোরিলাটিও প্রাণ ভরে জলপান করে। এর পর কৃতজ্ঞতাস্বরূপ যুবককে আলিঙ্গন করে গোরিলাটি। গালে গাল ঠেকায়। চুম্বনও করে যুবকের গালে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পৃথিবীটা এ রকমই সুন্দর হওয়া উচিত। ভিডিয়ো দেখে মন ভাল হয়ে গেল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘গোরিলাটি যদি হঠাৎ আক্রমণ করত! এ সব কাজ একটু সাবধানী হয়ে করা উচিত।’’