ছবি: এক্স থেকে নেওয়া।
ভয়াবহ অগ্নিকাণ্ড লাহোরের আন্তর্জাতিক বিমানবন্দরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান সেনাবাহিনীর একটি বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করছিল। এ সময় টায়ারে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ফলে বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং আপাতত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। আগুন লাগার পরে বিমানবন্দরের অবস্থা কেমন ছিল তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
Fire breaks out at Allama Iqbal International Airport. It is also known as Lahore International Airport, Pakistan.#Terrorism #Fire #PehalgamTerroristAttack pic.twitter.com/oFeZCp7MNQ
— Kapadia CP (@Ckant72) April 26, 2025
এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে আগুন লাগার পর গল গল করে বেরিয়ে আসছে ধোঁয়া। সেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে লাউঞ্জও। ধোঁয়া উঠতে দেখামাত্রই ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা দমকল বিভাগকে খবর দেন। কয়েক মিনিটের মধ্যেই দমকলবাহিনীর বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার কারণে বিমানবন্দরের রানওয়ে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত উড়ান বাতিল করা হয়েছে অথবা ঘুরপথে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
পাক সংবাদমাধ্যমগুলির দাবি, দমকল আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। ধোঁয়ায় ঢেকে রয়েছে বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকা। বিমানবন্দর থেকে ঘোষণা করা হয়েছে, আপাতত বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। যে বিমানগুলি লাহোরে নামার কথা ছিল, সেগুলি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বিমান পরিষেবা আবার কখন চালু করা হবে, সে নিয়ে কোনও নিশ্চিত তথ্য জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। এর ফলে ভিড় বাড়ছে লাউঞ্জে। যাত্রীরা সমস্যায় পড়েছেন।