Viral Video

উড়ন্ত ড্রোন বনাম রোবট কুকুর! একে অপরকে ‘গুলি’ চালিয়ে হামলা, ভাইরাল ভিডিয়োয় হইচই, বিতর্ক

সাউথ চায়না মর্নিং পোস্ট অনুযায়ী, ড্রোনটি ‘ডিজেআই’ টি-সিরিজ়ের বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, রোবট কুকুরটি হ্যাংজুর রোবট প্রস্তুতকারী সংস্থা ‘ইউনিটরি রোবোটিক্স’-এর তৈরি একটি রোবট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯

ছবি: এক্স থেকে নেওয়া।

আতশবাজি নিয়ে একে অপরের দিকে হামলা চালাচ্ছে একটি ড্রোন এবং একটি রোবোটিক কুকুর! এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর চিনের সমাজমাধ্যমে ঝড় উঠেছে। হইচই পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। প্রশ্ন উঠতে শুরু করেছে— তা হলে কি পরবর্তী প্রজন্মের যুদ্ধ এ ভাবেই হবে?

Advertisement

ড্রোন এবং রোবট কুকুরের ‘যুদ্ধের’ একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে একটি ড্রোন উড়ছে। তার ঠিক নীচেই মাটিতে দাঁড়িয়ে একটি রোবট কুকুর। আতশবাজি নিয়ে একে অপরের দিকে হামলা চালাচ্ছে তারা। একে অপরের চারপাশে ঘুরছে। দেখে মনে হচ্ছে যেন গুলির লড়াই চলছে দুই যন্ত্রের মধ্যে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট অনুযায়ী, ড্রোনটি ‘ডিজেআই’ টি-সিরিজ়ের বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, রোবট কুকুরটি হ্যাংজুর রোবট প্রস্তুতকারী সংস্থা ‘ইউনিটরি রোবোটিক্স’-এর তৈরি একটি রোবট। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সামরিক প্রয়োগে ওই জাতীয় প্রযুক্তির ব্যবহার নিয়ে জল্পনা এবং বিতর্ক উঠেছে সমাজমাধ্যমে। মানবহীন যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মানবতা ধ্বংস হয়ে গিয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এদের উদ্দেশ্য কী? যুদ্ধে মানুষ হত্যা করার জন্য নিশ্চয়ই এদের ব্যবহার করা হবে না? আমি নিশ্চিত যে অদূর ভবিষ্যতে লক্ষ লক্ষ ড্রোন যুদ্ধ হবে।’’

Advertisement
আরও পড়ুন