Viral Video

পৃথিবীতে স্বাগত! সমুদ্রে সুনীতাদের অভ্যর্থনা জানাল একঝাঁক ডলফিন, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ সুনীতা এবং বুচকে নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন ফ্রিডম’ ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। তাঁদের নিয়ে আসার জন্য আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০৯:৫৩
Video of dolphin swimming around Sunita Williams and Butch Wilmore’s spacecraft in Florida sea

ছবি: এক্স থেকে নেওয়া।

বহু বাধা কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাশাপাশি সারা বিশ্ব অধীর আগ্রহে দুই নভশ্চরের ফেরার প্রহর গুনছিল। কোটি কোটি মানুষ অপেক্ষায় ছিলেন তাঁদের স্বাগত জানানোর। তবে সুনীতা এবং বুচের অবতরণের পরে তাঁদের স্বাগত জানাতে দেখা গেল প্রকৃতিকেও। সুনীতাদের স্বাগত জানানোর জন্য পৌঁছোল একঝাঁক ডলফিন। সেই দৃশ্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ সুনীতা এবং বুচকে নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন ফ্রিডম’ ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। তাঁদের নিয়ে আসার জন্য আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। দুই নভশ্চরকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন বহু মানুষ। সুনীতাদের ক্যাপসুলটি ফ্লরিডার সমুদ্রে সফল ভাবে যখন অবতরণ করে, ঘটনাচক্রে তখনই সেখানে পৌঁছোয় একদল ডলফিন। মহাকাশযানের চারপাশে গোল হয়ে সাঁতার কাটতে শুরু করে তারা। যেন অধীর আগ্রহে দুই নভশ্চরের ফেরার অপেক্ষায় ছিল তারাও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে সুনীতাদের ক্যাপসুল। তাঁদের উদ্ধার করতে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। ক্যাপসুলটির চারপাশে চক্কর খাচ্ছে উদ্ধারকারীদের বোট। একই সঙ্গে সমুদ্রে ভেসে উঠেছে বেশ কয়েকটি ডলফিন। ভাসমান ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে তারা। অপ্রত্যাশিত, কিন্তু শ্বাসরুদ্ধকর সেই সাক্ষাৎ মহাকাশচারীদের মহাকাশ থেকে প্রত্যাবর্তনের যাত্রায় এক অনন্য স্পর্শ যোগ করেছে।

ভাইরাল ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়ো দেখে মন ভাল করা মন্তব্যও করতে দেখা গিয়েছে নেটাগরিকদের। উল্লেখ্য, ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পর সুনীতা এবং বুচকে নিয়ে সোজা চলে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। সেখানকার ক্রু-কোয়ার্টারই সুনীতাদের বর্তমান ঠিকানা।

Advertisement
আরও পড়ুন