ছবি: এক্স থেকে নেওয়া।
চলছিল বিবাহবার্ষিকীর অনুষ্ঠান উদ্যাপন। উপস্থিত সকলেই হইহুল্লোড় আনন্দে মেতে রয়েছেন। হঠাৎ করেই আনন্দের আবহ বদলে গেল শোকের পরিবশে। স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই লুটিয়ে পড়লেন উত্তর প্রদেশের এক ব্যবসায়ী। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওয়াসিম নামের ওই প্রৌঢ়। ওই দম্পতিরই ২৫তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান চলছিল। উত্তর প্রদেশের বরেলীর জেলার বুধবারের ঘটনা। সেই মর্মান্তিক ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শহরের একটি বিলাসবহুল হোটেল ফাহাম লনে ওয়াসিম এবং ফারাহ নামের ওই দম্পতির ২৫তম বিবাহবার্ষিকী উদ্যাপনের অনুষ্ঠান চলছিল। অতিথিরা হাজির ছিলেন। মঞ্চে নাচের জন্য অনেকেই জড়ো হয়েছিলেন সেখানে। দম্পতিও সেই নাচে যোগ দেন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা কোট ও কালো প্যান্ট পরা ওয়াসিম তাঁর স্ত্রীর সঙ্গে নাচছেন। উপস্থিত বাকিরাও তাঁদের নাচে উৎসাহ দিচ্ছিলেন। আচমকাই নাচতে নাচতে মঞ্চে লুটিয়ে পড়েন জুতো ব্যবসায়ী ওয়াসিম। পড়ে যেতে দেখেই তাঁর দিকে ছুটে আসেন স্ত্রী এবং কিছু ক্ষণের মধ্যেই অতিথিদের তাঁকে তুলে নেওয়ার জন্য মঞ্চে উঠে আসতে দেখা যায়। ওয়াসিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ভিডিয়োটি ‘শচীন গুপ্তা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। গতকাল পোস্ট করা এই ভিডিয়োটি ১ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। মার্চ মাসের শুরুতে একই রকম একটি ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের বিদিশায়। একটি বিয়ের অনুষ্ঠানে মঞ্চে নাচতে নাচতে ২৩ বছর বয়সি তরুণীর মৃত্যু হয়েছিল। নাচতে নাচতে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন বলে অনুমান। ফলে মঞ্চে তাঁর আকস্মিক মৃত্যু ঘটেছিল।