viral video

ট্র্যাফিক সিগন্যালে বাইক-স্কুটারে ভয়াবহ সংঘর্ষ! এক বাইকের ধাক্কায় উড়লেন ছয় জন আরোহী

ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে ট্র্যাফিক সিগন্যালে কয়েকটি বাইক সবুজ আলো জ্বলার জন্য অপেক্ষা করছে। সবুজ আলো জ্বলার সঙ্গে সঙ্গে সিগন্যালে অপেক্ষারত বাইক এবং স্কুটারগুলি চলতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৬:২৬
a bike accident in resulting in a series of crashes

ছবি: সংগৃহীত।

এক বাইকের ধাক্কায় পর পর পড়ে গেল দু’টি স্কুটার। ছয় জন আরোহী রাস্তায় পড়ে খেলেন গড়াগড়ি। এক বাইক আরোহী একটি স্কুটারকে পিছন থেকে ধাক্কা দেওয়ার পর সেটি আবার অন্য একটি স্কুটারকে ধাক্কা দেয়। সেই দুর্ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পুরো ঘটনাটি এক জন বাইক আরোহীর হেলমেট লাগানো ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা-ও জানা যায়নি।

Advertisement

ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে ট্র্যাফিক সিগন্যালে কয়েকটি বাইক সবুজ আলো জ্বলার জন্য অপেক্ষা করছে। সবুজ আলো জ্বলার সঙ্গে সঙ্গে সিগন্যালে অপেক্ষারত বাইক এবং স্কুটারগুলি চলতে শুরু করে। তারা একটু এগিয়ে যাওয়ার পর পরই পিছন থেকে প্রবল গতিতে এগিয়ে আসে একটি বাইক। সেটি সামনের স্কুটারগুলিকে অতিক্রম করার চেষ্টা করতেই একটিকে ধাক্কা মেরে দেয়। ধাক্কার ফলে কালো রঙের স্কুটার ও বাইকটি ঘষতে ঘষতে খানিক দূর এগিয়ে যায়। আরোহীরাও রাস্তায় পড়ে যান। কালো স্কুটারটি চালাচ্ছিলেন এক জন ব্যক্তি। পিছনে বসেছিলেন এক মহিলা। বাইকের আরোহীরা রাস্তার একেবারে বাঁ দিকে আরও একটি চলন্ত স্কুটারের উপর পড়ে যান। স্কুটারে থাকা দু’জন ব্যক্তিও সংঘর্ষের ফলে রাস্তায় পড়ে যান।

‘মোটরঅক্টেন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ২ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য বিভাগে উপচে পড়েছে নানা মন্তব্যে। এক জন লিখেছেন, ‘‘দুই চাকার আরোহীদের সমস্যা হল, তারা সব সময় রাস্তার ডান দিকে আসতে চান, যদিও বাঁ দিকে অনেক জায়গা থাকে।’’ অনেকেই বাইকচালকদের বেপরোয়া বলে মন্তব্য করেছেন।

Advertisement
আরও পড়ুন