Madhya Pradesh

গোপন তথ্য ফাঁস করতে বাবা-মার ঘরে ক্যামেরা বসাল ছেলে, প্রকাশ্যে এল এক ভয়ঙ্কর সত্য!

ক’দিন সুযোগ বুঝে বাবা-মায়ের ঘরে একটি ক্যামেরা বসিয়ে দেয় ছেলেটি। তাতেই ফাঁস হয়ে যায় বাবার কীর্তি। গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় ভয়ঙ্কর দৃশ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১১:১৬
Son secretly installed hidden camera

—প্রতীকী ছবি।

বন্ধ ঘরের ও পারে প্রায়ই চলত ভয়াবহ নির্যাতন। বাবার হাতে মাকে প্রতি দিনই নির্যাতিত হতে দেখত সন্তানেরা। বাবার অত্যাচার দেখেও মুখ বুজে সহ্য করতে বাধ্য হত তাদের। দিনের পর দিন মাকে এ ভাবে মার খেতে দেখেও প্রমাণের অভাবে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া কোনও উপায় ছিল না তাদের। বাবার হাতে প্রতি দিন মাকে মার খেতে দেখে মানসিক ভাবে ভেঙে পড়তে থাকে ছেলে-মেয়ে। পরে এক দিন সুযোগ বুঝে বাবা-মায়ের ঘরে একটি ক্যামেরা বসিয়ে দেয় ছেলেটি।

Advertisement

আর তাতেই ফাঁস হয় বাবার কীর্তি। গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় নির্যাতনের দৃশ্য। মধ্যপ্রদেশের ইনদওরের একটি পরিবারে ঘটেছে এই ঘটনাটি। সংবাদমাধ্যমসূ্ত্রে খবর, বাবার রণমূর্তিকে ভয় পেলেও ছেলেটি মাকে যন্ত্রণার পরিবেশ থেকে পালাতে সাহায্য করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছিল। ছেলেটির উপস্থিত বুদ্ধির ফলে লুকিয়ে রাখা ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।

পুলিশের কাছে ওই ভিডিয়োটি জমা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফুটেজে তাঁরা স্বামীর নৃশংস আচরণের নমুনা পেয়েছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক মিনিটের মধ্যে তাঁর স্ত্রীকে একাধিক বার চড় মারছেন। ঘরে উপস্থিত ছেলেটিকে ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁদের মেয়ে বিছানায় এক কোণে বসে গোটা ঘটনা দেখছিল। এমনকি পোষ্য কুকুরটিও এই নির্মম অত্যাচার থামাতে চেষ্টা করছিল বলে দেখা গিয়েছে। পুলিশের কাছে ওই মহিলা বছরের পর বছর ধরে চলে আসা অত্যাচারের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, সন্তানেরা তাঁকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। মহিলার অভিযোগের পর এএসপি সোনু ডাবর তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ তদন্তের জন্য ভিডিয়োটি জমা নিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন