Viral News

শুধু হাতঘড়ির দামেই কেনা যাবে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, গাড়িও! কত দাম শাহরুখের ঘড়ির?

নেকলেসের পাশাপাশি এই ব্রেসলেটটিও জনপ্রিয় পোশাক পরিকল্পক সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছ থেকে নেওয়া। তবে ঘড়িটিই যেন ‘শোস্টপার’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১২:৪৯
শাহরুখ খান।

শাহরুখ খান। —ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বাদামি রঙের শার্ট, সঙ্গে চামড়ার মানানসই জ্যাকেট। গলায় নজরকাড়া দু’টি নেকলেস। চোখে সানগ্লাস। চুলের কেতাতেও এসেছে পরিবর্তন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন সাজেই দেখা গেল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন শাহরুখের ম্যানেজার পূজা ডাডলানি। তা দেখেই চমকে গিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। তবে ফ্যাশনপ্রেমীদের নজর আটকেছে শাহরুখের কব্জিতে।

Advertisement

হাতে ১৮ ক্যারাট রোজ় গোল্ডের ঘড়ি পরেছেন শাহরুখ। ঘড়িটি অদেমার্স পিগুয়েট ব্র্যান্ডের। অন্য হাতে পরেছেন একটি ব্রেসলেটও। নেকলেসের পাশাপাশি এই ব্রেসলেটটিও জনপ্রিয় পোশাক পরিকল্পক সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছ থেকে নেওয়া। তবে ঘড়িটিই যেন ‘শোস্টপার’। এই ঘড়িটির দামও আকাশছোঁয়া।

ঘড়িটির দামে নাকি কিনে ফেলা যাবে বিলাসবহুল ফ্ল্যাটের পাশাপাশি নামী সংস্থার গাড়িও। ফ্যাশনিস্টাদের অধিকাংশের দাবি, ভারতীয় মুদ্রা অনুযায়ী, ঘড়িটির মূল্য ৪.৬ কোটি টাকা।

শুধুমাত্র পূজা একাই নন, শাহরুখের সাজের ছবি পোস্ট করেছেন সব্যসাচী নিজেও। সম্প্রতি দুবাইয়ে হয়েছে বলিপাড়ার খ্যাতনামী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক দশক পর সেই অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা গিয়েছে শাহরুখকে। সেই অনুষ্ঠানেই এমন সাজে হাজির ছিলেন অভিনেতা। বলিপাড়া সূত্রে খবর, শাহরুখের এই বেশভূষার নকশা করেছেন শালীনা নাথানি।

Advertisement
আরও পড়ুন