Viral Video

কাঁধে ছোট্ট ব্যাগ নিয়ে বিমানবন্দরে শাহরুখ, ব্যাগের দামে কেনা যাবে একাধিক বিলাসবহুল গাড়ি!

গাড়ির দরজা খুলে সেখানে উঠে দাঁড়িয়ে পড়লেন শাহরুখ। তাঁর অনুরাগীদের দিকে তাকিয়ে হাত জোড় করলেন। চুমু ছুড়ে দিলেন সকলের উদ্দেশে। সকলকে হাত নেড়ে বিদায় জানিয়ে তার পর গাড়িতে উঠলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১২:২৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঢিলেঢালা ডেনিম, সাদা টি-শার্ট। চোখে রোদচশমা। মুখভর্তি দাড়ি, উলোঝুলো চুল। বিমানবন্দর থেকে বেরোতে না বেরোতেই বলিউডের ‘বাদশা’কে দেখে চিৎকার শুরু করে দিলেন অনুরাগীরা। জয়পুর বিমানবন্দর তখন লোকে লোকারণ্য। শাহরুখ খানকে এক ঝলক দেখবেন বলে বিমানবন্দরের বাইরে জমায়েত হয়েছে। শাহরুখের সঙ্গে বাইরে বেরিয়ে এলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। হাতে কফির কাপ নিয়ে এগিয়ে গাড়িতে উঠে পড়লেন তিনি। তবে গাড়ির দরজা খুলে সেখানে উঠে দাঁড়িয়ে পড়লেন শাহরুখ।

Advertisement

তাঁর অনুরাগীদের দিকে তাকিয়ে হাতজোড় করলেন। চুমু ছুড়ে দিলেন সকলের উদ্দেশে। সকলকে হাত নেড়ে বিদায় জানিয়ে তার পর গাড়িতে উঠলেন তিনি। তবে পুরো সময় জুড়েই কাঁধের ব্যাগটি নিয়ে সতর্ক ছিলেন অভিনেতা। বার বার কাঁধ থেকে পড়ে যাচ্ছিল ব্যাগটি। তত বার ধৈর্য ধরে সেই ব্যাগটি আবার কাঁধে উঠিয়ে রাখছিলেন তিনি। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ইনস্ট্যান্টবলিউড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কাঁধের ব্যাগ সামলাতে সামলাতে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন শাহরুখ। নীল রঙের সেই ছোট ব্যাগটি নজর কাড়ে নেটাগরিকদের একাংশের। ফ্যাশনপ্রেমীদের অধিকাংশের দাবি, এই ব্যাগটির দামে নাকি একাধিক বিলাসবহুল গাড়ি কিনে ফেলা যাবে।

জানা গিয়েছে, এই ব্যাগটি ফ্রান্সের হার্মেস ব্লিউ দু নর্ড তোগো লেদার ব্যাগ। ভারতীয় মুদ্রায় এই ব্যাগটির মূল্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা। এই ব্যাগটি নিয়েই জয়পুর বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে শাহরুখকে। বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে রাজস্থানের জয়পুরে। ২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিন ধরে চলবে সেই অনুষ্ঠান। সেই উপলক্ষে জয়পুরে হাজির হয়েছেন শাহরুখ।

Advertisement
আরও পড়ুন