ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বৃদ্ধার নকল দাঁত হারিয়ে গিয়েছে। দাঁতটি খুঁজে না পেলে যে খুব বিপদে পড়বেন তিনি! তাই বাড়ির সকলে মিলে তল্লাশি করতে নেমে পড়েছে। চুপচাপ বসে রয়েছে শুধুমাত্র এক জন। ‘চুরি’ করে দাঁতকপাটি বার করে মেঝের উপর বসে বসে বিশ্রাম নিচ্ছে সেই বাড়ির পোষ্য কুকুর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ববিডেলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা তাঁর ঘরের মধ্যে কোনও জিনিস খোঁজার চেষ্টা করে চলেছেন। বৃদ্ধাকে সেই জিনিসটি খুঁজে পেতে সাহায্য করছেন পরিবারের অন্য সদস্যেরাও। ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে সেই বৃদ্ধার নকল দাঁত হারিয়ে গিয়েছে। ঘরের ভিতর তা নিয়েই খোঁজাখুঁজি চলছে। কিন্তু এ বিষয়ে একেবারেই নির্বিকার ঘরের পোষ্য কুকুর।
সকলের ব্যস্ততার মধ্যে সে নিজে চুপচাপ ঘাপটি মেরে বসে রয়েছে। তাকে এমন শান্ত ভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে যান বাড়ির লোকেরা। পোষ্যটিকে দেখে মনে হল যে, সে দাঁতকপাটি বার করে হাসছে। ভাল করে খেয়াল করলে দেখা যায় যে, ঠাকুরমার হারিয়ে যাওয়া নকল দাঁতটি আসলে কামড়ে বসে রয়েছে কুকুরটি। এমন ভাবে সে দাঁতটি কামড়ে রয়েছে যে দেখলে মনে হয়, কুকুরটি অদ্ভুত ভাবে হাসছে।