viral video

খাবার ভেবে ৩ লক্ষ ৩২ হাজারের নোট চিবিয়ে খেল পোষ্য! মাথায় হাত দম্পতির, ভাইরাল ভিডিয়ো

খেলাচ্ছলে একদিন এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলে সিসিল, যা দেখে মাথায় হাত পড়ে যায় মালিকের। তাদের পোষা কুকুরটি চার হাজার ডলার (তিন লক্ষ টাকারও বেশি) মূল্যের নোটের একটি বান্ডিল খেয়ে ফেলেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৩৬
Pet dog ate a bundle of notes

ছবি: সংগৃহীত।

কল্পনা করুন কেউ আপনার কষ্টার্জিত টাকা ভুল করে চিবিয়ে নষ্ট করে দিয়েছে। তা-ও আবার এক-আধশো টাকা নয়, সেই নষ্ট হওয়া টাকার পরিমাণ যদি ৩ লাখ ৩২ হাজার টাকা হয়। পেনসিলভেনিয়ায় এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে একটি পোষা কুকুর খেলার সময় তার মালিককে চমকে দিয়েছে। ক্যারি এবং ক্লেটন নামের এক দম্পতির একটি সাত বছরের সুন্দর পোষা কুকুর আছে যার নাম সিসিল। এই দু’জনের ছোট্ট পরিবারের তৃতীয় সদস্য হয়ে ওঠে আদরের এই পোষ্যটি।

Advertisement

খেলাচ্ছলে একদিন এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলে সিসিল, যা দেখে মাথায় হাত পড়ে যায় মালিকের। তাদের পোষা কুকুরটি চার হাজার ডলার (প্রায় সাড়ে তিন লক্ষ টাকা) মূল্যের নোটের একটি বান্ডিল খেয়ে ফেলেছিল। এই ঘটনাটি হাস্যকর শোনালেও এই ঘটনা ক্যারি এবং ক্লেটনের জন্য কোনও ধাক্কার চেয়ে কম ছিল না। ২০২৩ সালের সেই ঘটনার একটি ভিডিয়ো তাঁরা ইনস্টাগ্রামের পাতায় প্রকাশ করেছিলেন। ভিডিয়োটি সম্প্রতি আবার ভাইরাল হয়েছে ।

ক্যারি সংবাদমাধ্যমে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ দরকারের জন্য বাড়িতে চার হাজার ডলার রেখেছিলেন। নোটের বান্ডিলটি রান্নাঘরের আলমারির ভিতরে একটি খামের মধ্যে রাখা হয়েছিল। তাঁরা জানতেন না যে তাঁদের বিশ্বস্ত পোষ্য এটিকে তার খাবার ভেবে খেয়ে ফেলবে।

ঘটনার সময় ক্যারি এবং ক্লেটন বাড়ির অন্য ঘরে ছিলেন। হঠাৎ ক্লেটন চিৎকার শুরু করেন ‘‘সিসিল টাকা খেয়ে ফেলেছে!’’ প্রথমে ক্যারি বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন তিনি নিজের চোখে দেখলেন তখন তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরো খামটি ছিঁড়ে গিয়েছিল,এবং চিবোনো নোটের ছোট ছোট টুকরো এখানে-সেখানে ছড়িয়েছিটিয়ে ছিল। সিসিলকে তাঁরা বমি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, কুকুরটির পেট থেকে কিছুই বার করা যায়নি। পরে সিসিলকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, এই ধরনের কিছু কুকুরের পেটে গেলে তা মলের সঙ্গে বেরিয়ে আসে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে পরে সিসিলের মলের সঙ্গে নোটের টুকরো বেরোচ্ছে। দম্পতি সেগুলি সংগ্রহ করে পরিষ্কার করে জুড়ে জুড়ে ভিডিয়োয় দেখিয়েছেন। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন