viral video of plane

মাঝ আকাশে ধুন্ধুমার, বিমানের দরজা খোলার চেষ্টা যুবকের! আতঙ্কে যাত্রীরা

থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার সিওলে যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৩:৫১
Passenger attempted to open the emergency exit door mid-flight on a Korean Air plane

ছবি: এক্স থেকে নেওয়া।

কোরিয়াগামী বিমানে উঠে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করলেন এক বিমানযাত্রী। ‘কোরিয়ান এয়ারের’ একটি বিমান আকাশে ওড়ার পর হুলস্থুল কাণ্ড বাধালেন এক যুবক। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে বিমানের মধ্যে হঠাৎ করেই আপৎকালীন দরজার দিকে এগিয়ে গিয়ে সেটিকে খোলার চেষ্টা করেন। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে। শুক্রবার ৮ নভেম্বর এই ঘটনাটি ঘটার পর সেই ভিডিয়ো প্রথমে টিকটকে প্রকাশ করেন এক ব্যক্তি। জ্যাকসন লি নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি প্রকাশ করেন। তার পর ইনস্টাগ্রামে ইউরোপ ইনভেশন নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে যুবক দরজা খোলার চেষ্টা করতেই তাঁর দিকে ছুটে যান বিমান সংস্থার কর্মীরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমে বলা হয়েছে, থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার সিওলে যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিমানকর্মীদের তৎপরতায় তাঁকে নিরস্ত করা হয় বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বিমানের যাত্রী ও কর্মীরা। ভিডিয়োয় দেখা গিয়েছে যে এক জন মহিলা কর্মী দরজার দিকে লাফ দেন এবং যাত্রীকে দরজা খুলতে বাধা দেন। অন্য সদস্যেরাও দ্রুত এই ব্যপারে হস্তক্ষেপ করেন। যাত্রীকে থামিয়ে দেওয়ায় তিনি মহিলা কর্মীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন এবং তাঁদের ধাক্কা মারেন যাত্রীটি।

আরও পড়ুন
Advertisement