uttar pradesh

বন্ধ ঘরে প্রেমিকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত স্ত্রী! দেখেও কিছু না বলে ‘রক্ষাকবচ’ এনে মুখোমুখি হলেন স্বামী

এক তরুণ বাড়ি ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী অন্য এক জন পুরুষের সঙ্গে ঘরে রয়েছেন। তিনি কিছু না বলে শান্ত থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৬:৩০
Jhansi Man Finds Wife with another man at home calls police

ছবি: সংগৃহীত।

পরকীয়ায় লিপ্ত স্ত্রী। বাড়ি ফিরে স্বামী জানতে পারলেন স্ত্রীর ঘরে রয়েছেন অন্য পুরুষ। ঘটনাটি জানতে পেরে বিস্ময়ে হতবাক হয়ে যান তরুণ। স্ত্রীর বিশ্বাসঘাতকতায় চমকে উঠলেও হঠকারী কোনও সিদ্ধান্ত নেননি তিনি। ঘরে ঢুকে স্ত্রীর প্রেমিককে মারধর বা স্ত্রীকে দোষারোপ, কোনও কিছুই করেননি তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো গেঞ্জি পরা এক তরুণ বাড়ি ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী অন্য এক জন পুরুষের সঙ্গে ঘরে রয়েছেন। তবে তিনি কিছু না বলে শান্ত থাকেন। ঠান্ডা মাথায় পুলিশকে ফোন করে বাড়িতে আসার জন্য অনুরোধ করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ আসার পর বাড়ির ভিতর থেকে নীল জামা পরা এক তরুণ এবং গোলাপি টপ পরিহিতা তরুণী বেরিয়ে আসেন। তরুণের স্ত্রীর প্রেমিক পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিন্তু তরুণ শান্ত ভাবে পরিস্থিতির মোকাবিলা করেন। তরুণের এই সংযত আচরণের প্রশংসা করেছেন নেটাগরিকেরা। বৃহস্পতিবার সকালে পোস্ট করা এই ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লক্ষ ১৮ হাজার বার দেখা হয়েছে। হাজার হাজার লাইক পড়েছে সেই ভিডিয়োয়।

পোস্টটিতে প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই তরুণের প্রতি সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, একা কোনও ঝামেলায় না জড়িয়ে পুলিশকে ফোন করা সঠিক সিদ্ধান্ত ছিল তরুণের। অন্য এক জন লিখেছেন, ‘‘পুলিশ না থাকলে হয়তো এত ক্ষণে তরুণী ও তাঁর প্রেমিক মিলে স্বামীকে নীল ড্রামে ভরে ফেলতেন।’’

Advertisement
আরও পড়ুন