Viral News

বিয়ের ঠিক আগে কন্যার অশ্লীল ভিডিয়ো পৌঁছল পাত্রের বাবার হাতে! ভাঙল বিয়ে, কী দাবি ওই পাত্রীর

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের সিকারে এই বিয়ে হওয়ার কথা ছিল গত ১০ নভেম্বর। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর পাত্রের পরিবার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। কনের চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫
Improper video of Bride sent to in-laws and wedding called off in Rajasthan

—প্রতীকী ছবি।

বিয়ের আগে কনের অশ্লীল ভিডিয়ো পৌঁছে গেল হবু শ্বশুরবাড়ির কাছে। তড়িঘড়ি বিয়ে ভেঙে দিলেন পাত্রপক্ষ। এমনই একটি ঘটনা ঘটেছে রাজস্থানের সিকারে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাত্রীর বিতর্কিত ভিডিয়োটি দেখার পরেই ছেলের সঙ্গে তরুণীর বিয়ে ভেঙে দেন পাত্রের বাবা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে রাজস্থান জুড়ে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের সিকারে এই বিয়ে হওয়ার কথা ছিল গত ১০ নভেম্বর। তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর পাত্রের পরিবার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। কনের চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে পাত্রীর দাবি, সুরাতের একটি কলেজে পড়ার সময় জিশান নামে এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন এবং হুমকি দেওয়ার জন্য সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখেন। তিনি আরও জানিয়েছেন, কলেজে ঢোকার পরেই জিশান তাঁকে উত্ত্যক্ত করতে শুরু করেন। দিনরাত তাঁর পিছু নিতেন, সম্মতি ছাড়াই ছবিও তুলতেন। এর পরেই এক দিন জিশান তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তাঁর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকেই জিশান ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন বলেও তিনি জানিয়েছেন।

পাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চুরু থানার পুলিশ মামলা রুজু করেছে। মামলাটি সুরাতে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্ত জিশানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পাত্রপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই ওই পাত্রীর সঙ্গে বিয়ে দিতে তাঁরা রাজি নন।

Advertisement
আরও পড়ুন