Ambani Wedding

অনন্ত-রাধিকার বিয়ের পুরোহিত ছিলেন কে? কত পারিশ্রমিক পেলেন তিনি?

এই প্রথম বার নয়, এর আগেও অম্বানীদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি। জনপ্রিয় তারকাদের বাড়িতেও পৌরোহিত্য করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১১:২৩
(বাঁ দিকে) রাধিকা মার্চেন্ট এবং অনন্ত অম্বানী।

(বাঁ দিকে) রাধিকা মার্চেন্ট এবং অনন্ত অম্বানী। —ফাইল চিত্র।

শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট। তিন দিন জুড়ে অম্বানীর বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রকাশ্যে আসছে নানা ধরনের তথ্যও। সম্প্রতি অনন্ত এবং রাধিকার বিয়ের আচার-অনুষ্ঠানের ছবি নজর কেড়েছে নেটাগরিকদের। সেখানে অনন্ত এবং রাধিকার সঙ্গে দেখা যাচ্ছে পুরোহিতকেও। নেটব্যবহারকারীদের কৌতূহল জেগেছে তাঁকে ঘিরে। বিয়ে দিতে অম্বানীদের কাছ থেকে কত পারিশ্রমিক নিয়েছেন তিনি, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, অনন্ত এবং রাধিকার বিয়ের পুরোহিত ছিলেন পণ্ডিত চন্দ্রশেখর শর্মা। পৌরোহিত্য ছাড়া জ্যোতিষচর্চাও করেন তিনি। তা ছাড়া আধ্যাত্মিক গুরু হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। জীবনধারায় পরিবর্তনের মাধ্যমে কী ভাবে সুখ-সমৃদ্ধি লাভ করা যায়, সে সব বিষয়ে পথ দেখান চন্দ্রশেখর।

পুরোহিতের সঙ্গে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্ট।

পুরোহিতের সঙ্গে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্ট। —ফাইল চিত্র।

তবে এই প্রথম বার নয়, এর আগেও অম্বানীদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি। জনপ্রিয় তারকাদের বাড়িতেও পৌরোহিত্য করতে দেখা গিয়েছে তাঁকে।

‘লোকমত টাইম্স’ সূত্রে জানা গিয়েছে, অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানের জন্য ২৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন চন্দ্রশেখর। বিয়ের অনুষ্ঠানের দিন মুম্বই বিমানবন্দরে চন্দ্রশেখরকে অভ্যর্থনা জানাতে গিয়েছিল অম্বানী পরিবার। চলতি বছরে গুজরাতের জামনগরে অনন্ত এবং রাধিকার যে প্রাক্-বিবাহের আয়োজন করা হয়েছিল সেখানেও কিছু আচার-অনুষ্ঠান পালন করেছিলেন চন্দ্রশেখর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement