ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খেলার মাঠ থেকে অবসর নিয়েছেন। তবে তিনি ‘গব্বর’। তিনি আবার ফিরেছেন। সে কথাই ভিডিয়ো পোস্ট করে জানালেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। পাশে বসেছিলেন শিখরের প্রেমিকা সোফি শাইন। শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করার পর থেকে চর্চায় রয়েছেন ধাওয়ান।
ইনস্টাগ্রামের পাতায় একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন ধাওয়ান। সাদা পাঞ্জাবি পরে সোফার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। গম্ভীর ভঙ্গিতে সোফায় বসে থাকা এক তরুণীর সঙ্গে কথা বলছেন ধাওয়ান। তরুণীও উদাস মুখে ধাওয়ানের দিকে তাকিয়ে কথা বলেন। তার পর দু’জনেই হেসে ফেললেন। ক্যামেরার দিকে তাকিয়ে চোখও মারলেন ধাওয়ান। আসলে সংলাপ বলে অভিনয় করে একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন ধাওয়ান। ভিডিয়োটি পোস্ট করে ধাওয়ান লিখেছেন ‘গব্বর ইজ় ব্যাক’। বাংলায় যার অর্থ ‘গব্বর ফিরে এসেছেন’। ধাওয়ানের সঙ্গে যে তরুণী রয়েছেন, তিনি আসলে প্রাক্তন ক্রিকেটারের প্রেমিকা সোফি শাইন।
২০১১ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। আয়েশার আগেও একটি বিয়ে ছিল। সেই সম্পর্ক থেকে দু’টি কন্যা রয়েছে তাঁর। ধাওয়ানের সঙ্গে বিয়ের পর পুত্রসন্তান জ়োরাওয়ারের জন্ম হয়। কিন্তু ২০১৬ সালের পর থেকে ধাওয়ান ও আয়েশার সম্পর্কের অবনতি হয়। শেষ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর মাসে তাঁদের বিচ্ছেদ হয়।
বিবাহবিচ্ছেদের পর ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আবার প্রেমে পড়েছেন। নতুন সম্পর্কের কথা নিজেই জানিয়েছিলেন ধাওয়ান। গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এক বিদেশি মহিলার সঙ্গে ধাওয়ানকে দেখা গিয়েছিল দুবাইয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম ম্যাচ সেই মহিলাকে নিয়ে দেখতে গিয়েছিলেন ধাওয়ান। তা থেকেই শুরু হয়েছিল জল্পনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তাঁদের ছবি। পরে জানা গিয়েছিল, ধাওয়ানের সঙ্গিনীর নাম সোফি শাইন। তিনি আইরিশ।
এক সাক্ষাৎকারে ধাওয়ান বলেছিলেন, ‘‘আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। জীবনে এগোতে চাইছি। প্রেমের ক্ষেত্রে নিজেকে দুর্ভাগ্যবান বলতে চাইছি না। তবে অভিজ্ঞতা না থাকায় আমার পছন্দ বা নির্বাচনে কিছু ভুল ছিল। তা থেকে শিক্ষা নিয়েছি। এখন আমি অভিজ্ঞ। মনে হয় না সমস্যা হবে। আমি সব সময় ভালবাসার মধ্যেই থাকি। দেখুন ক্রিকেটের বাউন্সার কী ভাবে এড়াতে হয়, আমি জানি। আপনারা এখন আমাকে তেমনই বাউন্সার দেবেন। কিন্তু আমাকে কাবু করতে পারবেন না।’’ এর পর ধাওয়ান সরাসরিই জানিয়েছিলেন নতুন বান্ধবীর কথা। প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, ‘‘কোনও নাম বলব না। আমার সঙ্গে সবচেয়ে সুন্দরী যে মহিলা ছিল, সে আমার বান্ধবী। এ বার আপনারা খুঁজে নিতে পারেন।’’
ভারতীয় দলের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিনের ম্যাচ ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের উপর রান রয়েছে তাঁর। ২০২২ সালের পর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি ধাওয়ান। ২০২৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।