Viral Video

কন্যার ছোট পোশাক পরা নিয়ে আপত্তি, ‘শিক্ষা’ দিতে নিজেই ছোট প্যান্ট পরে হাজির বাবা, প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাগানে ছোট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। এমন সময় তাঁর বাবাও ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁর পরনেও জানু অবধি কোনও রকমে ঢাকা ছোট একটি প্যান্ট, গায়ে জামা, মাথায় কাউবয় হ্যাট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৯:২৭
Father wears shorts to teach daughter lesson, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

কন্যার ছোট প্যান্ট পরা নিয়ে আপত্তি। বার বার অস্বস্তিতে পড়তে হয়। তাই এ বার পাল্টা ছোট প্যান্ট পরে বাড়ির বাইরে বেরিয়ে মেয়েকে লজ্জায় ফেলে দিলেন বাবা। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাগানে ছোট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। এমন সময় তাঁর বাবাও ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁর পরনেও জানু অবধি কোনও রকমে ঢাকা ছোট একটি প্যান্ট, গায়ে জামা, মাথায় কাউবয় হ্যাট। ওই পোশাকেই সোজা মেয়ের কাছে উপস্থিত হন ওই ব্যক্তি। বাবাকে অত ছোট প্যান্ট পরে থাকতে দেখে লজ্জায় পড়ে যায় কন্যা। হাসতে থাকেন মুখ ঢেকে। এর পর ওই ব্যক্তি মেয়েকে বলেন, “এই পোশাকেই আমি প্রতি দিন তোমাকে স্কুলে আনতে যাব। তা হলে তুমি বুঝতে পারবে যে তুমি ও রকম পোশাক পরলে আমার কেমন লাগে।’’ এর পর আবার বাড়ির ভিতরে চলে যান তিনি।

৪ নভেম্বর এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক পড়েছে হাজার হাজার। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে ওই ব্যক্তিকে সাধুবাদও জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মেয়েকে উচিত শিক্ষা দিয়েছেন এই ব্যক্তি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দেখ কেমন লাগে!’’

Advertisement
আরও পড়ুন