wonder woman

মেয়ের জন্য ওয়ান্ডার উওম্যান সাজলেন বাবা, সবাই বললেন ‘কেয়া বাত’!

ছোট্ট কিশোরী রাজকন্যার পোশাক পরে সেজেছিল প্রিয় সুপারহিরোর সঙ্গে দেখা করবে বলে। সঙ্গে নিয়েছিল তার রূপকথার ঘোড়া ইউনিকর্নের পুতুল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:২৭
Father turnes himself into wonder woman

দু’জনের ভিডিয়োটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ছবি : টুইটার।

ছোট্ট কিশোরীর প্রিয় সুপারহিরো ওয়ান্ডার উওম্যান। সে স্বপ্ন দেখে একদিন সুপারহিরোর সঙ্গে দেখা হবে তার। মেয়ের সেই স্বপ্নপূরণের দায়িত্ব নিলেন বাবা। আর কী আশ্চর্য! সেই স্বপ্ন সত্যিও হল একদিন।

ছোট্ট কিশোরী রাজকন্যার পোশাক পরে সেজেছিল প্রিয় সুপারহিরোর সঙ্গে দেখা করবে বলে। সঙ্গে নিয়েছিল তার রূপকথার ঘোড়া ইউনিকর্নের পুতুল। হঠাৎ সে দেখল লাল-সোনালি রঙের গায়ে সেঁটে থাকা বর্মের পোশাক আর ধূসর রঙের স্কার্ট পড়ে মাথার লম্বা চুল উড়িয়ে তার সামনে হাজির ওয়ান্ডার উওম্যান!

Advertisement

পেশিবহুল হাত, পা, মুখ খুবই চেনা। পর্দার সুপারহিরোর মতো দেখতে নয় একেবারেই। কিন্তু তাতে কি এই ওয়ান্ডার উওম্যানকে দেখেও খুশিই হল মেয়েটি। কারণ সে বুঝতে পেরেছে, স্বপ্নের সুপারহিরোর ছদ্মবেশে যিনি এসেছেন, তিনি আসলে বাবা। তার সত্যিকারের সুপারহিরো!

দু’জনের ভিডিয়োটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাবা ওয়ান্ডার উওম্যানের ছদ্মবেশে মেয়ের হাত ধরে এগিয়ে আসছেন। তার অন্য হাতে ধরা রূপকথার ঘোড়া ইউনিকর্ন পুতুলটি।

Advertisement
আরও পড়ুন