Viral Video

বিয়ারের বোতলে পচাগলা টিকটিকি! রইল গা ঘিনঘিন করা ভিডিয়ো

পাড়ার দোকান থেকে মদের বোতল কিনে এনেছিলেন দুই তরুণ। কিন্তু কেনার পর প্যাকেট খুলতেই গা গুলিয়ে উঠল তাঁদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৬:১৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধুদের সঙ্গে বহু দিন পর আড্ডা দেওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে। সুরাপান ছাড়া কি সেই আসর জমে? তাই পাড়ার দোকান থেকে মদের বোতল কিনে এনেছিলেন দুই তরুণ। কিন্তু কেনার পর বাড়ি ফিরে বোতলটি দেখতেই গা গুলিয়ে উঠল তাঁদের। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ট্রেন্ডস ইন ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, হাতে বিয়ারের বোতল নিয়ে নাড়াচ্ছেন এক তরুণ। বোতলের ভিতর ভেসে বেড়াতে দেখা যাচ্ছে নাড়িভুঁড়ির পচাগলা অংশ।

ঘটনাটি তেলঙ্গানার ভিকারাবাদ এলাকার ঘটনা। সেখানকার কেরেল্লি গ্রামে লক্ষ্মীকান্ত রেড্ডি এবং অনন্তআইয়া নামের দুই তরুণ পাড়ার দোকান থেকে ৪ হাজার টাকা খরচ করে মদ কেনেন। বিয়ারের বোতলের ভিতর নাড়াচাড়া করতে গিয়ে দেখেন, তার ভিতর ভেসে বেড়াচ্ছে টিকটিকির নাড়িভুঁড়ি। তা দেখে দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। তবে মালিক এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।

Advertisement
আরও পড়ুন