Saudi Arabia’s first male robot

পুরুষ রোবটের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, লাইভ অনুষ্ঠানে ‘দুষ্টুমি’ মহিলা সাংবাদিকের সঙ্গে

গত ৪ মার্চ রিয়াধ একটি অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে আনা হয় মহম্মদকে। সেখানেই ওই কাণ্ড ঘটিয়েছে সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১৮:০১
মহিলাকে ‘হয়রানি’র অভিযোগ উঠল রোবটের বিরুদ্ধে।

মহিলাকে ‘হয়রানি’র অভিযোগ উঠল রোবটের বিরুদ্ধে। ছবি: এক্স (সাবেক টুইটার)।

মহিলাকে ‘হয়রানি’র অভিযোগ উঠল রোবটের বিরুদ্ধে! অভিযোগ, সৌদি আরবের প্রথম পুরুষ রোবট মহম্মদ একটি অনুষ্ঠান চলাকালীন এক মহিলা সাংবাদিকের সঙ্গে ‘অনুপযুক্ত আচরণ’ করেছে। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি অনুষ্ঠানে মহম্মদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন এক মহিলা সাংবাদিক। তখনই রোবটের হাত ওই সাংবাদিকের নিতম্ব স্পর্শ করতে দেখা যায়। চমকে যান তিনি।

গত ৪ মার্চ রিয়াধ একটি অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে আনা হয় মহম্মদকে। সেখানেই ওই কাণ্ড ঘটিয়েছে সে। ভিডিয়োটি সমাজমাধ্যমে আট লক্ষেরও বেশি দেখেছেন। অনেক ব্যবহারকারীই রোবটের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন। এক জন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘অসভ্যতা করার জন্যই তৈরি করা হয়েছে রোবটটিকে।’’ রোবটির কৃত্রিম মেধা নিয়েও প্রশ্ন তোলেন ব্যবহারকারীরা।

যদিও বেশ কয়েকজন ব্যবহারকারীর দাবি, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। যান্ত্রিক ত্রুটির কারণেই ওই কাণ্ড ঘটিয়েছিল রোবটটি।

আরও পড়ুন
Advertisement