Influencer Died

লাইভে এসে টানা ১০ ঘণ্টা খেতে হবে! চ্যালেঞ্জ নিয়ে মৃত্যু হল তরুণী প্রভাবীর

সমাজমাধ্যমের পাতায় লাইভে এসে সেই চ্যালেঞ্জ পূরণ করতে বসেছিলেন তিনি। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়াদাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৭:১৬
খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তরুণী প্রভাবী।

খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তরুণী প্রভাবী। —ছবি: সংগৃহীত।

১০ ঘণ্টার বেশি সময় ধরে টানা খেয়ে যেতে হবে। সমাজমাধ্যমে নিজের অনুগামীদের সাক্ষী রেখেই খাওয়াদাওয়া করতে হবে তরুণীকে। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ২৪ বছরের প্যান শিয়াওটিং। চিনের বাসিন্দা প্যান পেশায় সমাজমাধ্যম প্রভাবী।

Advertisement

সমাজমাধ্যমের পাতায় লাইভে এসে সেই চ্যালেঞ্জ পূরণ করতে বসেছিলেন তিনি। কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়াদাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্যান।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সমাজমাধ্যমে লাইভে এসে নানা ধরনের চ্যালেঞ্জ নিতেন প্যান। সেই কারণে অনুগামীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল তাঁর। সম্প্রতি নতুন চ্যালেঞ্জ নিতে ১০ কেজি পরিমাণের খাবার নিয়ে খেতে বসেছিলেন প্যান।

বাবা-মায়ের বারণ সত্ত্বেও কথা শোনেননি তিনি। ১৪ জুলাই চ্যালেঞ্জ নিয়ে একটানা ১০ ঘণ্টা খাওয়াদাওয়ার ফলে মারা যান চিনের তরুণী প্রভাবী। এই ঘটনা প্রসঙ্গে এক নেটব্যবহারকারী বলেন, ‘‘আমি সত্যি বুঝতে পারি না, এক জন এই ধরনের কাজ করলে অন্য কেউ কী ভাবে সেই ভিডিয়ো দেখতে পারেন।’’

আরও পড়ুন
Advertisement