বলি নায়িকা কাজলের কোলে শিশু অভিনেতা। —ছবি: সংগৃহীত।
এক উঁচু আবাসনের ছাদে কচিকাঁচাদের নিয়ে জন্মদিন পালন করছিলেন কাজল। তা দেখে অন্য আবাসনের ছাদ থেকে পাইপের উপর দিয়ে সে দিকে হাঁটা শুরু করলেন অজয় দেবগন। কিন্তু সামলাতে না পেরে পা হড়কে গেল অজয়ের। পাইপ ধরে ঝুলতে থাকলেন তিনি। অজয়কে বাঁচাতে ‘মরা! মরা!’ (‘মরলাম! মরলাম!’) বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন বলি অভিনেতা আমির খান। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া অজয়, আমির এবং কাজল অভিনীত ‘ইশ্ক’ ছবির জনপ্রিয় দৃশ্য এটি।
চিত্রনাট্য অনুযায়ী এই দৃশ্যে অভিনয়ের সময় কাজল এক মিষ্টি বাচ্চাকে কোলে তুলে নেন। সেই শিশুর পরনে ছিল গোলাপি রঙের ড্রেস। নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া সেই ছবির দৃশ্যে দেখতে পাওয়া শিশু অভিনেতা বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। শুধু তা-ই নয়, আমির খানের সঙ্গে যে তাঁর সম্পর্ক রয়েছে তা নিয়েও বলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছে। ‘ইশ্ক’ মুক্তি পাওয়ার ১৯ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দঙ্গল’। বিশ্বজোড়া বক্স অফিসে দু’হাজার কোটি টাকার ক্লাবে নাম লেখানো এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় সেই শিশু অভিনেতাকে। তাঁর নাম ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগ্স অফ হিন্দোস্তান’ ছবিতেও আমিরের সঙ্গে অভিনয় করেছেন ফতিমা।
ফতিমা সানা শেখ। ছবি: সংগৃহীত।
বলিপাড়া সূত্রে খবর, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অধিকাংশ সময় আমিরের সঙ্গে দেখা যেত ফতিমাকে। কানাঘুষো শোনা যেতে থাকে যে, ২৭ বছরের ছোট অভিনেত্রী ফতিমার সঙ্গেই নাকি প্রেম করছেন আমির। তবে এ সব যে রটনা তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নায়িকা। সম্প্রতি আমিরের প্রেমজীবন নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। চলতি বছরে নিজের ষাটতম জন্মদিনে প্রেমিকার নাম-পরিচয় জানিয়েছেন অভিনেতা নিজেই। প্রায় ১৮ মাস ধরে লোকচক্ষুর আড়ালে বেঙ্গালুরুনিবাসী উদ্যোগপতি গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেম করছেন অভিনেতা।