—ছবি: সংগৃহীত।
যাতায়াতের পথে দীর্ঘ সময় ট্র্যাফিক জ্যামে আটকে রয়েছেন। মোবাইল ফোন না ঘেঁটে বই পড়তে চাইলে অটোর মধ্যেই রয়েছে সেই ব্যবস্থা। যাত্রীরা যেন নিজেদের পছন্দ অনুযায়ী বই বেছে নিতে পারেন, তার জন্য অটোচালকের আসন থেকে পিছনের দিকে তাক দিয়ে তৈরি করা হয়েছে গ্রন্থাগার। এই ‘মিনি লাইব্রেরি’র ছবি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘রবিলা লোকেশ’ নামের অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইনের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অটোর ভিতর তাক করে তৈরি করা একটি ‘মিনি লাইব্রেরি’। তার উপর লেখা রয়েছে, ‘‘সকলের জন্য বিনামূল্যে। ইচ্ছা মতো বেছে নিয়ে নিন।’’ ছবিটি পোস্ট করে রবিলা লিখে জানিয়েছেন, তাঁর এক বন্ধু বেঙ্গালুরুর রাস্তায় অটোয় যাতায়াত করছিলেন। সেই অটোয় উঠে এমন অভিনব গ্রন্থাগার দেখতে পান। সেই গ্রন্থাগারে অনুপ্রেরণামূলক বইয়ের পাশাপাশি জীবনদর্শন সংক্রান্ত বইপত্রও ছিল।
অটোর ভিতর দু’তাক ভর্তি বই রাখা। তার মধ্যে থেকে যাত্রীরা যে কোনও বই পড়তে পারেন। ইচ্ছা করলে কোনও বই নিয়েও যেতে পারেন। বইয়ের জন্য আলাদা ভাবে কোনও টাকাও দিতে হবে না অটোচালককে। ছবিটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অটোচালকের এই অভিনব পদক্ষেপকে সম্মান জানিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘অটোর চালককে আমার শত শত প্রণাম। তিনিও যে বই পড়তে ভালবাসেন তা বোঝা যাচ্ছে।’’