Viral Video

‘কাছছাড়া করব না’! মা জিরাফের গলা ধরে উঠে পড়ল শাবক, তার পর…

চার পা দিয়ে মা জিরাফের গলা জাপটে রয়েছে সে। মায়ের গলায় চেপে দু’দিকে তাকিয়েও নিল শাবকটি। তার পর সামনের দিকে গলা বাড়িয়ে দিল সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে স্থির দাঁড়িয়ে রয়েছে একটি স্ত্রী জিরাফ। গলা উঁচু করে এ দিক-ও দিক তাকাচ্ছে সে। কিন্তু নজর কাড়ল তার শাবক। মায়ের গলা ধরে ঝুলে রয়েছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্ত্রী জিরাফের গলা জাপটে ঝুলে রয়েছে তার শাবক। চার পা দিয়ে মা জিরাফের গলা জাপটে রয়েছে সে। মায়ের গলায় চেপে দু’দিকে তাকিয়েও নিল শাবকটি। তার পর সামনের দিকে গলা বাড়িয়ে দিল সে। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের অধিকাংশ তাতে ভালবাসা এঁকে দিয়েছে।

নেটাগরিকদের একাংশের মন্তব্য, জিরাফ শাবকটি কোনও কারণে ভয় পেয়েছে। তাই সে মায়ের গলা জাপটে ধরে রয়েছে। আবার সমাজমাধ্যমের কেউ কেউ দাবি করেছেন, এই ভিডিয়োটি নাকি ভুয়ো।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে নাকি ভিডিয়োটি তৈরি করা হয়েছে। এক জন বলেছেন, ‘‘এমন ভাবে মনে হয় কোনও জিরাফ শাবক পা দিয়ে জড়িয়ে ধরতে পারে না। পিঠের দিকটা কি সত্যিই এমন বেঁকে থাকতে পারে?’’ ভিডিয়োটি নিয়ে সমাজমাধ্যমে ধোঁয়াশা তৈরি হলেও ভিডিয়োটি যে সকলের মন ছুঁয়ে গিয়েছে তা নিয়ে সন্দেহ নেই।

Advertisement
আরও পড়ুন