viral video

তিন মাসের শিশুকে দিয়ে গাড়ির বরফ সাফ করলেন যুবক! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পুলিশ

শিশুর সঙ্গে এ ধরনের আচরণের জন্য পোর্ট আর্থার এলাকার পুলিশ সেই যুবকের সন্ধান করছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। ভিডিয়ো দেখে শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এই ঘটনার পর শিশুর স্বাস্থ্য নিয়ে অনেকেই আশঙ্কা করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯
A Young man in Texas using a three-month-old baby to clean snow off his car

ছবি: সংগৃহীত।

বরফ জমে চারদিক সাদা। রাস্তাঘাট পুরু তুষারে ঢাকা। খোলা জায়গায় রাখা গাড়িতেও জমেছে বরফের আস্তরণ। সেই বরফ পরিষ্কারের জন্য নিজের শিশুকে ব্যবহার করলেন এক তরুণ। আমেরিকার টেক্সাসের বাসিন্দা ২৫ বছর বয়সি সেই তরুণ তাঁর তিন মাস বয়সি শিশুকে দিয়ে গাড়ির বরফ সাফ করলেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিপদ বাড়ল যুবকের। শিশুর সঙ্গে এ ধরনের আচরণের জন্য পোর্ট আর্থার এলাকার পুলিশ সেই যুবকের সন্ধান করছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। ভিডিয়ো দেখে শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এই ঘটনার পর শিশুর স্বাস্থ্য নিয়ে অনেকেই আশঙ্কা করেছেন।

Advertisement

প্রথমে সমাজমাধ্যম টিকটকে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর এক্স হ্যান্ডল থেকেও ভাইরাল হয় ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেখানে দেখা গিয়েছে একরত্তি শিশুকে কোলে নিয়ে তাকে গাড়ির উপর শুইয়ে দিয়ে ঘষে ঘষে বরফ ঝেড়ে ফেলছেন। এক বার নয়, একাধিক বার যুবককে এই ভাবে গাড়ি পরিষ্কার করতে দেখা গিয়েছে ভিডিয়োয়।। এই ঘটনাটি পুলিশের নজরে আসার পর পুলিশ এবং শিশু সুরক্ষা পরিষেবা বিভাগ উভয় দফতরই যুবকের সন্ধান করছেন।

পোর্ট আর্থার পুলিশপ্রধান সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁরা লোকটির পরিচয় প্রকাশ করবেন না। তবে তিনি আশা করছেন যে জেফারসন কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস থেকে আগামী সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

Advertisement
আরও পড়ুন