ছবি: সংগৃহীত।
রাস্তা দিয়ে হাঁটছিলেন এক তরুণী। হঠাৎ করেই টের পেলেন তাঁর মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে পড়ল খানিক দূরে। দেখে গালে হাত দিয়ে চমকে উঠলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই একটি সাইনবোর্ড তাঁর উপর উড়ে আসে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তরুণী। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রচুর দর্শক দেখেছেন এই ভাইরাল ভিডিয়োটি। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে তার সঠিক তথ্যও জানা যায়নি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তটি। যেখানে দেখা গিয়েছে বরাতজোরে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ওই তরুণী। লাল টপ ও কালো প্যান্ট পরা তরুণী রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। সেই সময় একটি লাল রঙের গাড়ি উড়ালপুলের একটি অংশে ধাক্কা মেরে দেওয়াল ভেঙে মাটিতে পড়ে যায়। উপর থেকে সজোরে আছড়ে পড়ে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আচমকা এই ঘটনায় প্রচণ্ড চমকে ওঠেন তরুণী। ঠিক তার পরের মুহূর্তেই একটি লোহার সাইনবোর্ড উড়ে এসে পড়ে মাটিতে। কয়েক সেকেন্ডের ব্যবধানে তরুণী পিছনে সরে না গেলে ভারী বোর্ডটি তাঁর মাথায় পড়ত। ফলে মারাও যেতে পারতেন তিনি।
ভিডিয়োটি ফেটাল ক্লিপস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে। ভিডিয়োটি ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৭৭ হাজার লাইক পড়েছে ভিডিয়োয়। এক জন লিখেছেন, ‘‘মাত্র এক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন তরুণী।’’ সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এই ঘটনাকে অলৌকিক বলে মন্তব্য করেছেন।