Viral Video

অ্যানাকোন্ডার প্যাঁচে প্রাণ হারাল কুমির, মৃত্যুর আলিঙ্গনে শ্বাসরুদ্ধ ‘জলের রাজা’! ভাইরাল ভিডিয়ো

জলে নেমে একটি কুমিরকে পেঁচিয়ে ধরল একটি বিশালাকৃতির অ্যানাকোন্ডা। কুমিরটিকে প্রতিরক্ষার কোনও সুযোগই দিল না সাপটি। কুমিরটির লেজের কাছ থেকে মুখ অবধি পেঁচিয়ে ধরে রাখল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১২:৩৭

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিশাল বড় অ্যানাকোন্ডার ফাঁদে পড়ে প্রাণ হারাল একটি কুমির। জলে নেমে একটি কুমিরকে পেঁচিয়ে ধরল একটি বিশালাকৃতির অ্যানাকোন্ডা। কুমিরটিকে প্রতিরক্ষার কোনও সুযোগই দিল না সাপটি। কুমিরটির লেজের কাছ থেকে মুখ অবধি পেঁচিয়ে ধরে রাখল সে। নড়াচড়া করে সাপটিকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হল কুমিরটি। গায়ের রোম খাড়া করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাশয়ের মধ্যে লড়াই চলছে একটি অ্যানাকোন্ডা ও কুমিরের। কিন্তু সেই লড়াইতে হেরে শুয়ে রয়েছে কুমিরটি। তাকে আপাদমস্তক পেঁচিয়ে রেখেছে দৈত্যাকৃতি অ্যানাকোন্ডাটি। অ্যানাকোন্ডার চাপে কুমিরটির অবস্থা প্রায় যায়-যায়। সে কোনও ভাবেই সেই বাঁধন ছাড়িয়ে উঠতে পারছে না। মাঝেমাঝে নড়াচড়া করে উঠলেও তার কোনও প্রভাব ভয়াল সাপটির উপর পড়ছে না। উপরন্তু সে নিজের প্যাঁচের বাঁধন আরও জোরালো করছে। কুমিরটির লেজের কাছ থেকে মুখ পর্যন্ত পুরোটাই ঢাকা পড়ে গিয়েছে অ্যানাকোন্ডার শরীরে। খালি লেজটাই ছাড় পেয়েছে। এ ভাবেই এক পাক্ষিক লড়াই চলতে চলতে কিছু ক্ষণ পর নিস্তেজ হয়ে পড়ল কুমিরটি। কুমিরটিকে দেখে বোঝা গেল যে তার শরীরে আর প্রাণের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। সে শ্বাসরূদ্ধ হয়ে মারা গিয়েছে। সাপের শরীরের ফাঁক থেকে কেবল সদ্যমৃত কুমিরটির শূন্যের পানে চেয়ে থাকা ফ্যাকাশে চোখটি এক বার দেখা গেল। কুমিরটি মারা যাওয়ার পরও অ্যানাকোন্ডাটির বাঁধন থেকে রেহাই পেল না। সে সেই ভাবেই মৃত কুমিরটিকে পেঁচিয়ে ধরে জলাশয়ের মধ্যে পড়ে থাকল অ্যানাকোন্ডাটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জ়ারনাব.লাশহারি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় দু’লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কুমিরটির করুণ অবস্থা দেখে নেটাগরিকেরা দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন