পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে-বলতে অতিথিকে আনন্দবাজার অনলাইনের প্রশ্ন: সংখ্যালঘু ভোট এবং ‘প্রতিষ্ঠানবিরোধী হাওয়া’ কতটা বড় ‘ফ্যাক্টর’ হবে এ বার? উত্তরে বিশেষ অতিথি সুপর্ণ মৈত্র কী বললেন, দেখে নিন। আলোচনা চলছে আনন্দবাজার অনলাইনের স্টুডিয়োয়।