Jharkhand

ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ ‘জুজু’ মোদী, শাহের! সবার উপরে ভোট ‘সত্য’, না অন্য কারণ?

ঝাড়খণ্ডের সঙ্গে বাংলাদেশের কোনও সীমান্ত নেই! কিন্তু সেখানেই ভোটের ইস্যু অনুপ্রবেশ সমস্যা। স্বভাবতই প্রশ্ন উঠছে, বেআইনি অনুপ্রবেশ নিয়ে বিপদের কথা বলে আসলে কাকে নিশানা করছে বিজেপি?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:৩৭
Advertisement

সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। ভোটের আগে অনুপ্রবেশ রাজনৈতিক দলগুলির হাতিয়ার হয়। বাংলার ভোটে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বাংলার পর এ বার ঝাড়খণ্ডেও একই বুলি মোদী-শাহদের মুখে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক সারিতে দাঁড়িয়ে। আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৮১ আসনে বিধানসভা ভোট। ঝাড়খণ্ডের সঙ্গে বাংলাদেশের কোনও সীমান্ত নেই! তাই প্রশ্ন উঠছে, বেআইনি অনুপ্রবেশ নিয়ে বিপদের কথা বলে আসলে কোথায় নজর বিজেপির?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement