insects

কালীপুজো কেটে গেল, শ্যামাপোকারা গেল কোথায়? ঝাঁকে ঝাঁকে পোকার দল কি বিলুপ্তির পথে?

কালীর আর এক নাম শ্যামা। গায়ের রং শ্যামলা বলেই মনে হয় এই নাম। আর এই পোকাগুলোও শ্যামবর্ণের। কালীপুজো এলেই উড়ে এসে হাজির। বাড়িতে, পাড়ায়, মন্ডপে, ঝাড়বাতিতে, ল্যাম্পপোস্টের আলোয় ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। না সে দিন আর নেই। জলাজমি, পুকুর-ঝিল বুঁজিয়ে উঁচু উঁচু পেল্লাই বাড়ি উঠেছে। গাছ নেই। পাখিরা বাসা বদলিয়েছে কোথায় যে পালিয়েছে। কালীপুজোর রাতে তেমনই আর নেই শামাপোকার ওড়াউড়ি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৬
Advertisement

কালীপুজোর আলোর রোশনাই আর আলোর উৎস ঘিরে ঝাঁকে ঝাঁকে পোকার দল। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরে দেখা যায় ওদের। এমনিতে আকাশে উড়ে বেড়ায়, বিকেল গড়ালে আলো দেখলেই ছুটে যায়। কালীপুজোর সময়, হেমন্তকালে ওদের আবির্ভাব। তাই বঙ্গবাসী ওদের চেনে শ্যামাপোকা নামে। কিছু বছর আগে পর্যন্তও এই ছিল চেনা ছবি। কিন্ত এখন আর সেভাবে দেখা মিলছে না শ্যামাপোকাদের । কিন্তু কেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement