কালীপুজোর আলোর রোশনাই আর আলোর উৎস ঘিরে ঝাঁকে ঝাঁকে পোকার দল। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরে দেখা যায় ওদের। এমনিতে আকাশে উড়ে বেড়ায়, বিকেল গড়ালে আলো দেখলেই ছুটে যায়। কালীপুজোর সময়, হেমন্তকালে ওদের আবির্ভাব। তাই বঙ্গবাসী ওদের চেনে শ্যামাপোকা নামে। কিছু বছর আগে পর্যন্তও এই ছিল চেনা ছবি। কিন্ত এখন আর সেভাবে দেখা মিলছে না শ্যামাপোকাদের । কিন্তু কেন?