CV Ananda Bose

দক্ষিণের গেট দিয়ে রাজভবনে ঢুকলেন রাজ্যপাল, উত্তরের গেটে উত্তরের অপেক্ষায় অভিষেক

অভিষেকের ধর্না নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যপাল বোসকে। জবাবে তিনি একটি নীতিমালার গল্প শোনান। রাজভবন সূত্রে সেই বক্তব্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ২১:১৭
Advertisement

রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’র অভিযোগ তুলে ধর্নায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের উত্তর ফটকে সামনে মঞ্চ বেঁধে ধর্না কর্মসূচি চলছে। অভিষেক স্পষ্ট জানিয়েছেন, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তিনি ধর্না চালিয়ে যাবেন। তাঁর সঙ্গে রয়েছেন দলের নেতারাও। রাজ্যপাল সেই সময় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন উত্তরবঙ্গে । সেখান থেকেই সোজা দিল্লি চলে যান তিনি। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন রাজ্যপাল। রাত ন’টার আগেই রাজভবনে পৌঁছলেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল কি অভিষেকদের দাবি মেনে তাঁদের সঙ্গে দেখা করবেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement