Durga Puja 2023

পরিবারের সদস্যেরা নন, জমিদার বাড়ির পুজো টিকিয়ে রেখেছেন গ্রামবাসীরা

জমিদার বংশের বর্তমান প্রজন্মের অধিকাংশই দুর্গাপূজাতে আর আগ্রহী নন। তাই পুজোর আগেও সেরকম কোনও ব্যস্ততা নেই জমিদার বাড়িতে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
তপন (দক্ষিণ দিনাজপুর) শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৮:৩৭
Advertisement

হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, বরকন্দাজ, পেয়াদা, জাঁকজমক আজ আর কিছুই অবশিষ্ট নেই তপনের মনহলি গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়িতে। জমিদার বাড়ির কিছু অংশ বিক্রি হয়ে গেছে। বাকি অংশ এখনও জমিদার পরিবারের উত্তরসূরিদের হাতে থাকলেও সেখানে দৈন্যদশা স্পষ্ট। জমিদার পরিবারের এখন আর কেউ নেই। কেউ আর এই গ্রামের বাড়িতে থাকেন না। বর্তমান সদস্যদের মধ্যে কেউ রয়েছেন ভিন রাজ্যে আবার কেউ বা চাকরির সূত্রে বাইরে চলে গেছেন। যাঁরা রয়েছেন তাঁরা খুব কম যাতায়াত করেন। খুব প্রয়োজন ছাড়া তাঁরা আর জমিদার বাড়িতে আসেন না, এমনটাই জানাচ্ছেন দায়িত্বে থাকা কর্মচারীরা। তাই দুর্গার আরাধনা করছেন গ্রামবাসীরা। ভাঙা দেউলে গ্রামবাসীদের উদ্যোগে চলছে জোর কদমে পুজোর প্রস্তুতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement