নববর্ষ মানেই হালখাতা। নতুন পোশাক পরে ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে পাড়ার দোকানে পৌঁছে যাওয়া। কখনও মিষ্টিমুখ, কখনও ঠান্ডা পানীয় খেয়ে উপহার হাতে ফেরত যাওয়া বাড়ি। সেই সব স্মৃতির গল্প নিয়ে আড্ডায় সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। পৌষালী থাকবেন আর গান হবে না সে তো হতেই পারে না।