'শুধু খারাপ সময়ে নয়, মানুষ চেনা যায় ভাল সময়েও', সৌমিতৃষা
তাঁর ডাকনাম হয়ে গিয়েছে ‘মিঠাই’। জনপ্রিয় ধারাবাহিক শেষ হওয়ার পর পরই ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ। সদ্য শুটিং করলেন তাঁর পরবর্তী ছবির। কাজ, বিতর্ক, চর্চা— সব কিছু নিয়েই খোলাখুলি সৌমিতৃষা। আদৃত-কৌশাম্বীকে কোন গান নিবেদন করলেন নায়িকা?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৮:০১
Advertisement
তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে চর্চার শেষ নেই। 'মিঠাই'-পরিবার আদৃত-কৌশাম্বীর বিয়েতে হাজির থাকলেও তাঁকে খুঁজেছেন দর্শক। তিনি কেন যাননি? নিমন্ত্রিত ছিলেন? তিনি কি সত্যিই অহংকারী হয়ে উঠেছেন, নাকি ভুল বুঝেছেন কাছের মানুষেরা?