Lok Sabha Election

‘আর পারছি না, ৭০ দিন ধরে চলছে’, শরীর খারাপ নিয়েও প্রচারের পথে সায়নী

তাপমাত্রা যখন ৩৮ ডিগ্রি ছুঁইছুঁই, তখন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ব্যস্ত প্রচারে। আগামী ১ জুন যাদবপুর লোকসভার নির্বাচন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ২০:৫০
Advertisement

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। পয়লা জুন নির্বাচন যাদবপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। চাঁদিফাটা রোদ উপেক্ষা করেই এক এক করে ৭০ দিন অতিক্রান্ত সায়নীর প্রচারের। কখনও গান গাইছেন, কখনও ক্রিকেট খেলছেন, কখনও আবার মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে সায়নীকে। এরই মধ্যে প্রচারে বেরিয়ে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। বিশ্রাম নেওয়ার অবকাশ নেই যদিও… ভোট বড় বালাই। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন সায়নী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement