মা-ছেলের গল্প ‘আড়ি’। যশ নুসরত প্রযোজিত ও অভিনীত নতুন এই ছবি বড়পর্দায় মুক্তির অপেক্ষায় । এই ছবিতে দীর্ঘদিন পর বাংলা ছবিতে ফিরছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই ছবিরই একটি নাচে ঝড় তুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইমন চক্রবর্তীর কণ্ঠে ‘ডাকাত পড়েছে’ এখন সমাজমাধ্যমে ট্রেন্ডিং। অপেক্ষায় নায়িকাও।