ED on Abhishek Banerjee

ঢুকেছিলেন ১১টা ৫ মিনিটে, বেরিয়ে এলেন ১২টা ৬ মিনিটে, ইডি দফতরে জেরা শেষ অভিষেকের

গত ছ’মাসে নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে ষষ্ঠ বার তলব করা হয়েছিল অভিষেককে।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১২:৩৫
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডির তরফ থেকে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চাওয়া হয়েছিল। সেই সঙ্গে তাঁর বিদেশ সফরের নথিপত্র ও তথ্যও চেয়েছিল ইডি। ১০ অক্টোবর কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ইডির কাছে সেই সব নথিপত্র জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ইডি দফতরে ঢোকার এক ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক। বেরিয়ে বললেন, ‘‘৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement