আরাবুলের অভাবে কি ভুগবে তৃণমূল? গানে-গানে জবাব সৃজনের।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ২১:০২
Advertisement
এই প্রথমবার ভাঙড়ের ভোটে নেই আরাবুল ইসলাম। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়ে আপাতত জেলে তৃণমূল নেতা। ভোটের দিন কেমন আছে আরাবুলহীন এমএলএ পাড়া? খোঁজ নিতে আরাবুল ইসলামের বাড়ি পৌঁছল আনন্দবাজার অনলাইন।