এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের নিত্যসঙ্গী ছিলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূলের বিধায়ক তিনি। এতদিন নির্বাচনী প্রচারের ময়দানে লড়াকু মেজাজে দেখা যেত মদন মিত্রকে। এ বার ময়দানে নেই একদা রবিনহুড ‘মদনদা’। বেশ কিছুদিন ধরেই অসুস্থ। কেমন আছেন তিনি? তাঁর খবর কি রাখে দল? খোঁজ নিতে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে ঢুঁ মারল আনন্দবাজার অনলাইন।