Lok Sabha Election 2024

পঞ্চম দফায় ঠাকুরনগরে ভোট দিলেন বিজেপি প্রার্থী শান্তনু, ডানকুনিতে বুথে ঢুকতে বাধা কল্যাণকে

লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে বাংলায়। সকাল সকাল ময়দানে দুই প্রার্থী কল্যাণ-শান্তনু।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১০:৪২
Advertisement

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। ভোটের সকালে বাংলার দুই ভোটকেন্দ্রে দেখা গেল দুই ছবি। এক দিকে সকাল সকাল ঠাকুরনগরের বুথে ভোট দিলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। অন্য দিকে, ডানকুনি এলাকায় বুথ পরিদর্শনে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ দিন ভোটের লাইনে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর জানান, তার এলাকায় মোটামুটি শান্তিপূর্ণ ভোট চলছে। তবে একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও তুলছেন তিনি। তাঁর দাবি, প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্য দিকে, ডানকুনি হাই স্কুলের ভোটকেন্দ্রে ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনীর বাধার সম্মুখীন হন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী তাঁকে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement