‘ভাইপো’-কটাক্ষ বিচলিত করে না বলেই দাবি তাঁর। ২০১৪ সালের নির্বাচনে, কারও টিকিট ‘কেড়ে’ তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াননি। ’১৪-র জয়ের ব্যবধান বাড়িয়েছিলেন ’১৯-এর ফিরতি নির্বাচনে। ফের সেই ডায়মন্ড হারবারে। ঝাঁ-চকচকে তরুণ নেতার গলায় আত্মবিশ্বাসের ঝলকানি, “মানুষ চাইলে এ বার আরও বাড়বে ব্যবধান।” অভিষেক বন্দ্যোপাধ্যায়—তৃণমূলের অঘোষিত দু’নম্বর।