Lok Sabha Election 2024

‘ছাপ্পা’ ভোটে উত্তপ্ত ইলামবাজার! পালালেন বুথ মেম্বার, নীরব থাকায় পদ খোয়ালেন প্রিসাইডিং অফিসার

চতুর্থ দফার ভোট চলাকালীন উত্তপ্ত ইলামবাজার ।'ছাপ্পা' ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোনোরকম ব্যবস্থা না নেওয়ায় বুথের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৪:৫৮
Advertisement

সরগরম চতুর্থ দফা ! সোমবার সকাল পেরিয়ে বেলা গড়াতেই ভোটগ্রহণ পর্বের মাঝে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের ইলামবাজার। 'ছাপ্পা' ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসায় তৃণমূল নেতাকে বুথ ছাড়া করেছেন গ্রামবাসীরা। ঘটনায় নীরব থাকায় ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন।

Advertisement

সূত্রের খবর, ইলামবাজারের ২৫ নম্বর বুথে একটি লোক একাধিক বুথে বার বার ঢোকার চেষ্টা করছেন। প্রভাবিত করছেন সাধারণ ভোটারদের। এসব দেখেও আর মুখে কুলুপ এঁটেছিলেন বুথের প্রিসাইডিং অফিসার বলে অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে ওয়েব কাস্টিং এর মাধ্যমে ধরা পড়ে সেই ছবি। ঘটনা সামনে আসতেই ওই নেতাকে বুথ ছাড়া করেন গ্রামবাসীরা। পাশাপাশি তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement