শতবর্ষ পেরিয়ে বিনোদিনী ফিরলেন স্টারে, মমতার ঘোষণার পর কী বলছে নাট্যজগত থেকে টালিগঞ্জ
কলকাতার জনপ্রিয় স্টার থিয়েটার তৈরি হয়েছিল কিংবদন্তি অভিনেত্রী নটী বিনোদিনীর উপার্জন করা অর্থে। কিন্তু তাঁর নামে নাম রাখা হয়নি। ১৪১ বছর পর সেই ভুলের সংশোধন হল মুখ্যমন্ত্রীর ঘোষণায়।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৯:১৬
Advertisement
হাতিবাগানের স্টার থিয়েটারের নাম বদলে হল ‘বিনোদিনী থিয়েটার’। বিধান সরণির উপর স্টার থিয়েটারের ধ্বজা নামিয়ে ফেলা হয়। সেখানে লাগে অস্থায়ী তোরণ। তাতে ঝলমলে বড় হরফে লেখা ‘বিনোদিনী থিয়েটার’।