নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই স্কুল থেকেই লেখাপড়া করেছেন। তাছাড়াও রাজ্যের প্রাক্তন ডিজি বানিব্রত বসু, নাট্যকার দেবশংকর হালদার, সাহিত্যিক প্রচেত গুপ্ত, উচ্চশিক্ষা সংসদের বর্তমান সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতো কৃতীরাও এই স্কুলেরই প্রাক্তনী। ১৯৬৬ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। প্রাথমিক থেকে একেবারে উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করার সুবন্দোবস্ত, ইন্টিগ্রেটেড স্কুল বলতে যা বোঝায় নারায়ণদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল আক্ষরিক অর্থেই তাই। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোপ পড়েছে এই স্কুলেও।