আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয় বারের জন্য ওভাল অফিসের দায়িত্ব হাতে নিলেন এই ধনকুবের শিল্পপতি। আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট, যাঁকে ৩৪ দফা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম দফা ছিল আগাগোড়া বিতর্কে মোড়া। ফলে দ্বিতীয় ইনিংসে তাঁর নেতৃত্বে আগামী চার বছর আমেরিকা কোন পথে হাঁটবে, তা জানতে উৎসুক রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে আমজনতা।