TMC on CBI Raid

মদনের বাড়ি ছাড়ল সিবিআই, ফিরহাদের বাড়িতে চলছে তল্লাশি

প্রায় ছ’ঘণ্টা তল্লাশি অভিযানের পর মদন মিত্রের বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী দল।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১৫:৪২
Advertisement

পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তল্লাশির মুখে তৃণমূলের হেভিওয়েট নেতারা। রবিবার সকালে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় ছ’ঘণ্টা তল্লাশি অভিযানের পর মদন মিত্রের বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী দল। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম উঠে আসে অয়ন শীলের। সেই অয়নের অফিসে তল্লাশি চালাতে গিয়ে পুর-নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করা হয়। পাওয়া যায় অনেক ওএমআর শিট। এতেই প্রকাশ্যে আসে শিক্ষক নিয়োগের পাশাপাশি পুরসভার বিভিন্ন পদে নিয়োগের দুর্নীতির কথাও। সেই সূত্র ধরেই তৃণমূলের দুই হেভিওয়েট নেতার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement